পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত, অভিযোগ পাক প্রতিরক্ষামন্ত্রীর

Apr 24, 2025 - 22:29
 0  2
পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে ভারত, অভিযোগ পাক প্রতিরক্ষামন্ত্রীর
ছবি : সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের শহরগুলোতে ভারতের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা রয়েছে, এমন তথ্য রয়েছে পাকিস্তানের কাছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সংবাদ সম্মেলনে উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

খাজা আসিফ বলেছেন, ভারত যদি পাকিস্তানের মাটিতে কোন অভিযান চালানোর কথা চিন্তা করে, তবে ভারতকে এর পরিণাম ভোগ করতে হবে। তার কথায়, যদি পাকিস্তানি নাগরিকরা নিরাপদ না থাকেন, ভারতকেও এর পরিনাম ভোগ করতে হবে।

মন্ত্রী বলেন, "ভারত যদি পাকিস্তানের কোন শহরে কোন ধরনের তৎপরতা চালায়, কোন পাকিস্তানি নাগরিকের ক্ষতি করে তবে পাকিস্তানও একইভাবে জবাব দেবে।"

খাজা আসিফ বলেন, "ভারতসহ যে কোন স্থানে সংঘটিত সন্ত্রাসী কার্যক্রমের নিন্দা জানাই আমরা। কিন্তু আমাদের নিজেদেরও আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে।" ভারতকে অভিযুক্ত করে তিনি বলেন, আফগানিস্তানের টিটিপিসহ অন্যান্য সন্ত্রাসী রয়েছে। পাকিস্তানে সন্ত্রাসবাদের ধরণ ভারতের মতোই। এবং কুলভূষণ যাদব সন্ত্রাসবাদে ভারতের জড়িত থাকার জীবন্ত প্রমাণ।

তিনি আরও বলেন, “ ভারত যদি কোন পদক্ষেপ নেয়, তাহলে পুলওয়ামায় অতীতে যেভাবে কঠোর জবাব দেয়া হয়েছিল, এবারও একইরকম প্রতিক্রিয়া দেয়া হবে। কোন আন্তর্জাতিক চাপের কাছে আমরা নতি স্বীকার করবো না।”

সূত্র : বিবিসি বাংলা

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow