৫ মিনিটের জন্য যদি কেউ আ.লীগ হয়ে থাকে, তাদের জন্য বিএনপি হারাম : টুকু

Apr 25, 2025 - 11:58
 0  5
৫ মিনিটের জন্য যদি কেউ আ.লীগ হয়ে থাকে, তাদের জন্য বিএনপি হারাম : টুকু
ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ৫ আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশে এক নতুন রাজনৈতিক পরিপ্রেক্ষিত শুরু হয়েছে। যেই পরিপ্রেক্ষিতে বিএনপি হচ্ছে সবচেয়ে জনগণের নন্দিত দল। যে দল সৃষ্টি করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে দলকে যাকে আজ পর্যন্ত কেউ কালিমা লিপ্ত করতে পারে নাই আওয়ামীলীগ ছাড়া। যে দলের নেত্রী বেগম খালেদা জিয়া যে জনগণের পাশ থেকে সরে যায় নাই, কারাবরণ করেছে হাসিনার সাথে বশ্যতা স্বীকার করে নাই।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবায়ন ফরম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি বলে আসছি বিএনপি ক্ষমতায় আসে নাই, তবে বিএনপি ক্ষমতায় আসার দল। সুতরাং ভবিষ্যতে ক্ষমতায় যাওয়া দলের মানুষের যে গ্রহণযোগ্যতা প্রয়োজন সেরকম ব্যবহার জনগণের সাথে করতে হবে। জনগণ কিছু চায় না, চায় শান্তি, চায় ভালো করে কথা বলা এবং সমস্যা শোনা। কিন্তু আপনারা যদি মনে করেন আমরা বড়দল প্রভূ হয়ে গেছি, তাহলে জনগণ আপনার কাছে আসবে না আপনাকে ভালবাসবে না। জনগণকে দিয়ে তোমরা, জনগণকে দিয়ে আমি। জনগণ পাশে থাকলে আপনারা স্বার্থকতা পাবেন। যারা বিএনপির সদস্য হবেন, তারা হবেন বিএনপির খাঁটি সোনার কর্মী। যারা দীর্ঘ ১৬ বছর যুদ্ধ করেছে। ৫ মিনিটের জন্য যদি কেউ আওয়ামী লীগ হয়ে থাকে, তাদের জন্য বিএনপি হারাম হয়ে গেছে।

আওয়ামীলীগের উপর প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, আমাকে অনেকেই ফোন দিয়ে বলে, ভাই থানায় আওয়ামীলীগকে ধরে না। আমি বলি থানা ধরে না তুমি কি করো? ১৬ বছরের শিক্ষা আমরাও কিছুটা পাইছি, ১৬ বছরের অপমান নির্যাতন, লাঞ্চনা সব ভুলে গেছো। মুসলমান কিন্তু শিখায় নাই একগালে চর খেয়ে অপর গাল পেতে দিতে হবে। মুসলমান যদি হও এক গালে চর খেলে দুই গালে চর দিতে হবে। 

হাসিনা তার হুকুমে ১৬ বছরে আমাদের যত নির্যাতন করছে, আমাদের পরিবার ছাড়া করেছে, গৃছাড়া করেছে। কিন্তু আল্লাহর বিচার দেখেন, কত কঠোর। মাত্র ৪৫ মিনিট টাইম দিয়েছে, পরণের শাড়ীটাও ঠিকমতো পড়তে পারে নাই। আল্লাহ প্রতিশোধ নিয়েছে, আমাদেরও প্রতিশোধ নিতে হবে। এটা মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অমুক আমার মামাতো ভাই, চাচাতো ভাই। কোন ক্ষমা নাই। 

কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাতে রাব্বী উথানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সাবেক ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow