৬ প্যাকেট কীটনাশকসহ সুন্দরবনের খাল থেকে নৌকা জব্দ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ ধরার প্রস্তুতি কালে ৬ কেজি কীটনাশক, অবৈধ জালসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করেছে বন বিভাগ। তবে ওই ঘটনায় আটক হয়নি কেউ।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশে হুলার ভারানীর খালে অভিযান চালায় বন বিভাগের চাঁদপাই স্মাট টহলটিম-১ এর সদস্যরা।
এসময় খালে একটি ডিঙ্গি নৌকা দেখতে পায় অভিযানিক দলটি। ডিঙ্গি নৌকাটি তল্লাশি করে ১টি বেহুন্দী জাল, ৩ ককসেট ফ্রেস বরফ, রোটেনন বিষের প্যাকেট ৬টি (৬ কেজি) এবং নাইট্রোজেন ৫০০ মিলি জব্দ করা হয়।
সুন্দরবন পুর্ব বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করে জানান, নৌকায় থাকা দুষ্কৃতকারীরা বন বিভাগের অভিযান টের পেয়ে গহিন বনে পালিয়যায়। পরে নৌকা,জাল ও বিষ জব্দ করা হয়েছে।
তিনি বলেন, জব্দ হওয়া ওই কীটনাশক ব্যবহার করলে সুন্দরবন সংলগ্ন অধিকাংশ খালের পোনাসহ সকল মাছ ও বন্য প্রানী ক্ষতিগ্রস্ত হতো। এ বন কর্মকর্তা ক্ষুব্ধ হয়ে বলেন, অমানুষের দল সাদা পাথরের ন্যায় সুন্দরবনের মাছকূলেরও ধ্বংস এনে ছাড়বে মনে হয়।
What's Your Reaction?






