"আতরবিবি" হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ফারজানা সুমি

Feb 26, 2025 - 23:03
 0  12
"আতরবিবি" হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন ফারজানা সুমি
ছবি : সংগৃহীত

এ প্রজন্মের মডেল-অভিনেত্রী ফারজানা সুমি। ছোট পর্দা ও বড় পর্দায় সমান তালে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই কাজ করেছেন ‘জলরঙ’ নামে একটি সিনেমায়। এবার তার অভিনীত ‘আতরবিবিলেন’ চলচ্চিত্রটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে।

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। টাইমস মিডিয়ার ব্যানারে এটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। নির্মাণের পাশাপাশি সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন এই পরিচালক।

‘আতরবিবি’ চরিত্র রূপায়ণ প্রসঙ্গে ফারজানা সুমি বলেন, “সিনেমার গল্পে আতরবিবি সমাজের একটি স্বাভাবিক মেয়ের মতো বাঁচার স্বপ্ন দেখে। একটা সুখের জীবন কাটানোর স্বপ্ন তার। কিন্তু এই সমাজে ভদ্রবেশি কিছু ভয়ংকর স্বার্থলোভীর স্বার্থ উদ্ধারের জন্য বার বার বলি হতে হয় আতরবিবিকে। 

জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনা ঘটতে থাকে। পুরো সিনেমায় উঠে আসে আতরবিবির সংগ্রামী জীবন। তার জীবনে ঘটে যাওয়া নানা ঘটনাকে এক সুতোয় বেঁধে নির্মাতা এগিয়ে নিয়েছেন কাহিনি। এর পরতে পরতে রয়েছে আতরবিবির সংগ্রামী জীবন।”

চরিত্রটি রূপায়নের জন্য অনেক পরিশ্রম করেছেন সুমি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “আতরবিবিলেন’ সিনেমার নাম ভূমিকায় অভিনয় করে অসাধারণ ভালো লাগা কাজ করছে। যদিও নির্মাতা লাবু ভাইয়ের কল্পনায় ভাসা আতরবিবি হওয়া খুব সহজ ছিল না। এই চরিত্রের জন্য আমাকে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে। তারপর ক্যামেরার সামনে আতরবিবি সেজেছি। নির্মাতার চাহিদা অনুযায়ী অভিনয়ের সর্বোচ্চ চেষ্টা করেছি। এই চরিত্র ফুটিয়ে তুলতে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। রোজার মাসে অসম্ভব রকমের পরিশ্রম করে সিনেমাটির শুটিং করেছি। ডাবিংয়ে এসে সিনেমার ফুটেজ দেখে ভালো লাগছে। আমার বিশ্বাস এটি দর্শকের ভালো লাগবে। আর তাদের ভালো লাগলেই আমার এবং সিনেমার পুরো ইউনিটের কষ্ট স্বার্থক হবে বলে মনে করি।” 

সিনেমাটিতে ফারজানা সুমির বিপরীতে অভিনয় করেছেন গোলাম মুস্তফা প্রকাশ। এছাড়াও অভিনয় করেছেন, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্ত প্রমুখ। 

নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশন ছাড়াও দৌলতদিয়া যৌনপল্লী, রাজবাড়ি, গোয়ালন্দ, ফরিদপুরের বিভিন্ন স্থানে ‘আতরবিবিলেন’ সিনেমার শুটিং হয়েছে। আগামী ঈদ কিংবা ঈদ পরবর্তী কোনো সুবিধাজনক সময়ে সিনেমাটি মুক্তি পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow