উখিয়ায় বনবিভাগের অভিযানে ১৫ একর বনভূমি দখলমুক্ত

May 26, 2025 - 14:10
 0  4
উখিয়ায় বনবিভাগের অভিযানে ১৫ একর বনভূমি দখলমুক্ত
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে ১৫ একর বনভূমি দখলমুক্ত করেছে।

রোববার উপজেলার কুতুপালং এলাকায় বনকর্মীরা এই অভিযান চালায়। উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্র মতে, এক শ্রেণির দখলবাজ চক্র প্রশাসনের চোখ ফাঁকি বনভূমি দখল করে বসতি গড়ে তুলে আসছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, উখিয়া রেঞ্জের বিভিন্ন বনবিট কর্মকর্তা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে। ইতিমধ্যে উখিয়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে মধুরছড়া এলাকা থেকে ১৫ একর ,টি এন্ডটি এলাকা থেকে ৫ একর, ফলিয়াপাড়া এলাকা থেকে ১ একর জমি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, এছাড়া তিনটি পাহাড়ের মাটি কাটার ব্যবহৃত ডাম্পর, একটি জ্বালানি কাঠের গাড়ি আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে থানায় এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ নূরুল ইসলাম বলেন, বনরক্ষায় পুরো জেলাজুড়ে নিয়মিত বনবিভাগের কার্যক্রম চলমান রয়েছে। তার আলোকে নিয়মিত অভিযান চলছে। তিনি বনভূমি দখলমুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow