উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা কারাগারে

সিরাজগঞ্জ উল্লাপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
সেলিনা মির্জা মুক্তি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পলাশডাঙ্গা যুব শিবিরের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে উল্লাপাড়া থেকে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছিলেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) ২টার দিকে পল্লবী থানার একটি মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ মামলায় জামিন চাইলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেয়।
এরআগে শনিবার রাতে সেলিনা মির্জা মুক্তি তার মিরপুর বাসা থেকে র্যাব ৪ এর হাতে আটক হয়। পরে র্যাব পল্লবী থানায় হস্তান্তর করেন।
বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, রোববার বেলা ২টার দিকে উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






