৩১ দফা বাস্তবায়ন হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে : শামা ওবায়েদ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে মানবিক বাংলাদেশ, স্বচ্ছ বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠিত হবে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে, দেশের জনগন ভোটাধিকার ফিরে পাবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে।
সোমবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার পোড়াদিয়া হাই স্কুল মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাইচাইল ইউনিয়ন যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাইচাইল ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কাইয়ুম মাতুব্বরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল আহসান টিটু।
এ সময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জুয়েল এম সুমন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক গোলজার শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক হেলালউদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, হাফিজির রহমান, রাজু তালুকদার প্রমুখ।
What's Your Reaction?






