কামারখন্দে জোরপূর্বক ফসলি জমি কর্তন ও ব্লক স্থাপন বন্ধে মানববন্ধন
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলি জমি কর্তন করে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামবাসীর আয়োজনে ফুলজোড় নদীর পাশে ফসলি জমি কর্তন করে জোরপূর্বক ভাবে ব্লক স্থাপন ও মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত গ্রামবাসীরা জানান, পতিত সরকারের আমলারা মালিকানা জমি ব্যবহারে ক্ষতি পূরণ না দিয়ে জোরপূর্বক ভাবে ফসলি জমির মাটি কর্তন করে নদী খননসহ পার বাঁধার কাজ করছে। নদীর গতিপথ পরিবর্তন করে পূর্বের নদীতে বাঁধ নির্মানসহ অবৈধভাবে নিজ সম্পত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কাজের সিডিউল অনুযায়ী যথাযথ নিয়ম পালনে জমিতে নিশানা পুতে বারবার হয়রানী ও জোড়পূর্বক কাজ করার অভিযোগ করেন।
ভুক্তভোগীরা বলেন, প্রতিবাদ করার কারনে অনেককেই জেল খাটতে হয়েছে। পরিকল্পিত খনন ও বাঁধ না করায় একদিকে মালিকানা আবাদী জমি হারাচ্ছে অপরদিকে নুরনগর গ্রামের বাড়ীগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। নদীর পাড়ে যথাযথ জায়গায় পাড় না বাঁধায় জলাশয়ে রুপান্তরিত নদীর অংশে পাড় ও ব্লক ফেলায় কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলেও জানান তারা।
এ সময় বক্তারা মালিকানা স্বত্ত্ব ও কৃষকদের ফসল ফালানোর সুযোগ সৃষ্টিতে জরুরী ভিত্তিত্বে সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে এলাকার মনিরুল ইসলাম বাবু, আনিজা বেগম, খোকা মন্ডল, আলম, নওশের আলী, রতন, রাজু আহম্মেদ, মজনু, আলমগীর হোসেন, সোহেল রানা, বাছের মন্ডলসহ এলাকার প্রায় ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?