নগরকান্দায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান

Jan 16, 2025 - 16:35
 0  2
নগরকান্দায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস প্রদান
ছবি : যমুনা টাইমস

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দার আর্তমানবতার সেবায় নিয়োজিত বেগম শিরিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সন্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে উপজেলার পৌর অডিটোরিয়াম হল রুমে আয়োজিত সংবর্ধণা অনুষ্ঠানে আট টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোমোট দুইশত আটজন কৃতি  শিক্ষার্থীদের মাঝে এই সন্মাননা প্রদান করা হয়।

সংবর্ধণা অনুষ্ঠানে বেগম শিরিয়া সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবীর।

পুরো অনুষ্ঠান রোজিনা আক্তার অরন্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিরিয়া সমাজ কল্যান সংস্থার পরিচালক দৈনিক খোলাচোখ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান আহাদ।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারী নগরকান্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফতাব হোসেন, সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন, কওমী একাডেমির প্রিন্সিপাল নুরুল আমিন প্রমুখ।

উল্লেখ্য বেগম শিরিয়া সমাজ কল্যান সংস্থাটি দীর্ঘদিন যাবত আর্তমানবেতর সেবায় সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম চালিয়ে আসছে। ভবিষ্যতে তাদের এই ধারাবাহিকতায় অব্যহৃত থাকবে এমনটাই প্রত্যাশা সকলের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow