রাজশাহীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি ও পথসভা
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
আগামী (১৮ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এর আগমন ও রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখার আয়োজনে বৃহস্প্রতিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কে এক বর্ণাঢ্য র্যালি ও বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখা যুগ্ন কর্ম পরিষদ সদস্য, মোঃ তাহের হুদা, ছাত্রশিবিরের পূর্বজেলা শাখার সভাপতি রুবেল, বেলপুকুর ইউপি জামায়াতের সেক্রেটারী নূরমোহাম্মদ, জামায়াতের বানেশ্বর ইউপি নায়েবে আমির আরিফুল হক, মোঃ কায়েস উদ্দিন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বানেশ্বর ইউনিয়ন শাখা, মোঃ আবুল কালাম আজাদ কর্ম পরিষদ ও সূরা সদস্য জামায়াতে ইসলামী বানেশ্বর ইউনিয়ন শাখা প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বানেশ্বর ইউনিয়ন জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?