সিরাজগঞ্জে বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু

Sep 24, 2025 - 18:36
 0  9
সিরাজগঞ্জে বাসচাপায় বিএনপি নেতার মৃত্যু
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় মো. আবুল কালাম আজাদ (৫৫) নামে ইউনিয়ন বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ চকমনোহারপুর গ্রামের আসাদ উদ্দিনের ছেলে। তিনি রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন জানান, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলকে চাপা দিলে এর চালক আবুল কালাম আজাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow