সাংবাদিক মিলন এর ছেলে আবিরের দাফন সম্পন্ন

পাবনা প্রতিনিধি
দৈনিক সমকালের চাটমোহর প্রতিনিধি শামীম হাসান মিলনের একমাত্র ছেলে আবির হাসানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় চাটমোহর পৌর এলাকার মধ্যশালিখা জামে মসজিদ চত্বরে জানাজার নামাজ শেষে চাটমোহর কেন্দ্রীয় বৃগুয়াখড়া সম্মিলিত কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাজার নামাজে ছিলেন পাবনা-৩ আসনের সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, মধ্য শালিখা জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি রাজিউর রহমান রুমী, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছিফাত রহমান সনম, দৈনিক ইছামতির ব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান খান বিপ্লব প্রমুখ।
এসময় পাবনা, চাটমোহর ও ঈশ্বরদীর গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন মধ্য শালিখা জামে মসজিদের ইমাম হাফেজ মো. রায়হান উদ্দিন।
২০২৩ সালের ১০ নভেম্বর বাবার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে চাটমোহরের গুনাইগাছায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় আবির হাসান। তখন তার বয়স ছিল ১৫ বছর। গুরুতর আহত আবিরকে প্রথমে চাটমোহর হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হওয়ায় তাকে ভর্তি করা হয় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে। সেখানে কয়েক দফা অপারেশন করা হলেও জ্ঞান ফেরেনি তার। সেই থেকে কোমায় ছিল আবির। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
What's Your Reaction?






