পাবনার সাংবাদিক প্রবীর সাহা'র বাবা আর নেই

পাবনা প্রতিনিধি
কালের কন্ঠ'র পাবনা জেলা প্রতিনিধি প্রবীর সাহা'র বাবা পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া গ্রামের বাসিন্দা পলাশ সাহা (৭৩) আর নেই।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ইহলোক ত্যাগ করেছেন।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সাংবাদিক প্রবীর সাহা জানান, আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে সুজানগরে নিজ গ্রামে স্থানীয় শ্মশানে তার বাবার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সাংবাদিক প্রবীর সাহার বাবা'র মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ নির্বাহী সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী প্রমুখ।
What's Your Reaction?






