স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন

Sep 24, 2025 - 18:30
 0  10
স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন
ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক গৃহবধূ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অনশন করছেন তিনি। 

ওই গৃহবধূ মরিয়ম আক্তার (২৫)। তিনি মাগুড়াডাঙ্গী গ্রামের সৌদি আরব প্রবাসী মহিদুলের স্ত্রী। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিদুল ও মরিয়মের সংসারে পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, কামরুল ইসলামও বিবাহিত। তার স্ত্রী ও চার বছরের একটি ছেলে রয়েছে। মরিয়ম সেখানে অবস্থান শুরু করার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।

মরিয়ম আক্তার জানান, প্রায় আট-নয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং স্বামী প্রবাসে যাওয়ার পর সম্পর্কটি আরও ঘনিষ্ঠ হয়।

তিনি বলেন, স্বামীর সংসার কিংবা বাবার বাড়ি কোথাও আমার জায়গা নেই। তাই আমি কামরুলের কাছ থেকে সামাজিক স্বীকৃতি চাই।

এ বিষয়ে কামরুলের স্ত্রী বলেন, আমার স্বামীর ফোনে উনি ফোন করত। এখন আমার সংসার নষ্ট হওয়ার পথে। আমি চাই না আমার জীবন বা ওর জীবন নষ্ট হোক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow