গাজীপুরে হাইওয়ে পুলিশের ওপর হামলা, আটক ২

Oct 10, 2025 - 22:29
 0  8
গাজীপুরে হাইওয়ে পুলিশের ওপর হামলা, আটক ২
ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অবৈধভাবে পার্কিংয়ের দায়ে ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চালককে জরিমানা করেছে পুলিশ। এক পর্যায়ে ওই পুলিশ সদস্যের ওপর হামলা চালায় বাসের চালক ও হেলপারসহ বেশ কয়েকজন যুবক। পরে বাসের চালক ও সহকারীকে আটক করেছে মাওনা হাইওয়ে থানা পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জৈনা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

হামলার ওই ভিডিওতে দেখা যায়- হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রবকে ঘিরে ধরে বাসের চালক ও হেলপারসহ বেশ কয়েকজন যুবক। পড়ে তারা ওই কনস্টেবলকে একের পর এক ধাক্কা দিতে থাকে।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, ময়মনসিংহের দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস জৈনা বাজার এলাকায় অবৈধ পার্কিং করে রাখে। পরে দায়িত্বে থাকা কনস্টেবল আব্দুর রব অবৈধ পার্কিংয়ের দায়ে জরিমানা করে। পরে জরিমানার বিল করায় বাসের চালক ও সহযোগী নেমে এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। এরপর ওই বাসের চালক ও সহকারীসহ বাসটিকে রাজেন্দ্রপুর এলাকা থেকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, এ বিষয়ে মাওনা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow