চাঁদপুরে ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কিশোর আটক

Oct 10, 2025 - 22:33
 0  4
চাঁদপুরে ফেসবুকে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তি, কিশোর আটক
আটক তমাল চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে তমাল চন্দ্র সরকার (১৭) নামে কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌর এলাকার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা তমালকে কচুয়া থানা পুলিশের হেফাজতে দেন। আটক তমাল চন্দ্র সরকার ওই গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তমাল চন্দ্র সরকার তার ব্যবহৃত মোবাইল ফোনে মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। এমন একটি স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক আইডি থেকে ফেসবুকে পোস্ট হয়। এ ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম এই বিষয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে তমাল চন্দ্র সরকার নামের এক কিশোরের বিরুদ্ধে। তমালের অভিভাবক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতারা স্বেচ্ছায় তমালকে পুলিশ হেফাজতে দিয়েছেন। তমাল চন্দ্র সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তমালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow