কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার

Oct 12, 2025 - 23:43
 0  1
কালিয়াকৈরে যৌথ বাহিনীর অভিযানে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার
ছবি : সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

অভিযানে ৭০ লিটার খাওয়ার উপযোগী দেশীয় মদ এবং ৩২টি ড্রামে ৬৪০০ লিটার প্রক্রিয়াজাত মদ জব্দ করা হয়। এছাড়া দেশীয় অস্ত্র—রামদা ও মদ তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মদ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে মদ উৎপাদন ও বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। তবে অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

কালিয়াকৈর থানার এসআই মজিদ বলেন, ‘‘সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত টহল অভিযান চালাচ্ছি। স্থানীয়দের সহযোগিতায় আজকের অভিযানে বিপুল পরিমাণ মদ ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।’’

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এলাকায় অবৈধ মদ উৎপাদন ও মাদক বাণিজ্যের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow