কুয়েটে হামলার প্রতিবাদে মধ্যরাতে আলোকচিত্র প্রদর্শন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) হামলার আলোকচিত্র ও ভিডিও প্রদর্শন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় কুয়েট ক্যাম্পাসে প্রদর্শনী শুরু হলে শিক্ষার্থীদের ঢল নামে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অনবদ্য দলিল এ প্রদর্শনী। ছাত্রদের ওপর প্রকৃত হামলাকারী কারা তা শনাক্তকরণে এ আলোকচিত্র সহায়ক হবে। পাশাপাশি এতে হামলার শিকার ছাত্রদের করুণ পরিণতিও ফুটে উঠছে।’
উল্লেখ্য, কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি ঘিরে মঙ্গলবার শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত শিক্ষার্থী। তাদের অধিকাংশের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েট মেডিক্যাল সেন্টারসহ আশপাশের বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। ওইদিন রাতে ছাত্ররা সংবাদ সম্মেলন করে উপাচার্যের পদত্যাগসহ ৫ দফা দাবি জানান। পাশাপাশি দাবি না মানায় বুধবার বেলা দেড়টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।
এদিকে, মঙ্গলবার বিকাল ৪টা থেকে কুয়েট উপাচার্যকে মেডিক্যাল সেন্টারে অবরুদ্ধ করা হয়। তিনি পরদিন বিকাল সোয়া ৫টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পান। অবরুদ্ধ থাকা অবস্থাতেই তিনি বুধবার জরুরি সিন্ডিকেট সভায় অনলাইনে উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।
What's Your Reaction?






