খুলনায় জোড়া হত্যা মামলায় সাতজনের ফাঁসির আদেশ
খুলনা প্রতিনিধি
খুলনার দৌলতপুরে পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলায় সাতজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় খুলনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
আদালতের এপিপি সাবিনা ইয়াসমিন জানান, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দৌলতপুরের সাহাপাড়া এলাকায় সন্ত্রাসীরা পারভেজ হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ সময় সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা এবং মা রেখা সাহা ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা তাদের ওপরও গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় সুপর্ণা সাহাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজ হাওলাদারের বাবা নিজামউদ্দিন ৪ জানুয়ারি সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, তৎকালীন পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম রবির ছেলে মিথুনসহ সাতজন এই হত্যাকাণ্ডে জড়িত। দাখিল করা চার্জশীটে অভিযুক্তদের মধ্যে সাতজনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
তারা হলেন তুহিন- ইমামুল কবীর জীবন ওরফে শবে কাদির, রাজ, শহীদ শাহরিয়ার মিথুন, তুষার গাজী, শোয়েব সুমন এবং শাকিল। রায়ের সময় চারজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি তিনজন পলাতক। পলাতক তিনজন হলেন ইনামুল কবীর, শোয়েব সুমন ও শাকিল। খালাস পাওয়া দুইজন আসামি হলেন শামীম ও কুটি। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।
What's Your Reaction?

