ভারতে পাচারের সময় ২ স্বর্ণের বারসহ যুবক আটক
সাতক্ষীরা প্রতিনিধি
ভারতে পাচারের সময় সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত থেকে দুই পিস স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১২ জানুয়ারি) দুপুর ২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে স্বর্ণসহ ওই যুবককে আটক করা হয়। ওই স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
আটক যুবকের নাম মো. কামাল হোসেন (৩৫)। তিনি কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের মো. খোকন সরদারের ছেলে।
জানা যায়, দুপুর ২টার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে একদল চোরাকারবারি অবৈধভাবে ভারতে স্বর্ণের একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদ পাওয়া যায়।
এর ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির হাবিলদার মো. খবির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি আভিযানিক দল বাজারের পূর্ব পাশে কৌশলে অবস্থান নেয়। এর এক পর্যায়ে আভিযানিক দলটি কাকডাঙ্গা বাজারের পাকা রাস্তার ওপর হতে বাইসাইকেলে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক বাংলাদেশি নাগরিককে আটক করে। এ সময় ওই যুবকের দেহ তল্লাশি করে তার কোমরের লুঙ্গির সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো দুই স্বর্ণের বার উদ্ধার করে বিজিবি।
এ সময় তার কাছে থাকা একটি মোবাইল ফোন, একটি বাইসাইকেল ও নগদ এক হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের বারের ওজন ২৬০ দশমিক ৭৬ গ্রাম। জব্দ করা স্বর্ণের বারসহ মালামালের বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আর স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।
What's Your Reaction?