খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত, প্রার্থীদের প্রতিবাদ
খুলনা প্রতিনিধি
খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করেছে আহ্বায়ক কমিটি। সমিতির সদস্যসচিব শেখ নুরুল হাসান রুবা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন স্থগিতের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ আইনজীবীরা।
রোববার বিকেলে খুলনা প্রেসক্লাবে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিতের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ও এসসিপি সমর্থিত স্বতন্ত্র আইনজীবী পরিষদের প্রার্থীরা।
ল’ইয়ার্স কাউন্সিলের সংবাদ সম্মেলনে সংগঠনের সেক্রেটারি মনিরুল ইসলাম পান্না বলেন, গত ২০২৫ সালে মনোনয়ন বিক্রির শেষ দিনে কথিত সাধারণ সভার নামে নির্বাচন স্থগিত করা হয়েছিল। আজ একই কায়দায় আবারও আহ্বায়ক কমিটি নির্বাচন স্থগিত করলো। এটা অগণতান্ত্রিক, নব্য ফ্যাসিস্টের বহিঃপ্রকাশ।
পান্না আরও বলেন, দেশে অনেক আইনজীবী সমিতিতে নির্বাচন হয়েছে এবং হচ্ছে। আইনজীবী সমিতির বর্তমান কমিটি পক্ষপাতমূলক আচরণ করছে। যা নতুন বিপ্লবের সঙ্গে সরাসরি বিশ্বাস ঘাতকতার শামিল।
স্বতন্ত্র আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী আকতার জাহান রুকু বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরে জেলা আইনজীবী সমিতিতে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়, তার মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু কমিটি তালবাহানা সাধারণ সভা দিয়ে মেয়াদ ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। অনিচ্ছাসত্বেও আমরা তা মেনে নিয়েছিলাম।
তিনি আরও বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় ৩০ অক্টোবর আইনজীবীরা মনোনয়নপত্র ক্রয় করতে গেলে বিতরণ করা হয়নি।
What's Your Reaction?

