দলীয় মনোনয়ন না পাওয়ায় যুবদল নেতা রবিউলের সমর্থকদের বিক্ষোভ
                                    মাগুরা প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা জেলার দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। মাগুরা-১ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তবে মাগুরা-২ আসনে রবিউল ইসলাম নয়ন মনোনয়ন বঞ্চিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের একাংশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে তারা মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া এলাকায় বিএনপি পার্টি অফিসের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
এ সময় বিক্ষোভকারীরা নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। অবরোধ চলাকালে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলী মিয়া জানান, শালিখা উপজেলা বিএনপির একাংশের নেতা-কর্মীরা নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
What's Your Reaction?
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                
                    
                

