কেন্দুয়ায় দৈর্ঘ্য ভাঙ্গা রাস্তার কারণে যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি

Mar 3, 2025 - 05:04
 0  5
কেন্দুয়ায় দৈর্ঘ্য ভাঙ্গা রাস্তার কারণে যানবাহন চালক এবং যাত্রীদের ভোগান্তি
ছবি : সংগৃহীত

খালিদ সাইফুল্লাহ প্রিন্স, নেত্রকোনা (কেন্দুয়া) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দূর্গাপুর বাজার হইতে নওপাড়া বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. রাস্তা খানাখন্দে ভরা। রাস্তাটার বেহাল অবস্থা যানবাহন চলাচল করা একদমই অসম্ভব। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস ট্রাকের মতো যানবাহন।

যানবাহন চালকেরা জানান, রাস্তার দুই পাশে পুকুর এবং নিচু জমি থাকায়, রাস্তা থেকে গাড়ি নিচে পড়ার ঝুঁকি থাকে। এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল অনুপযোগী, গাড়ি দুই সাইডেই দোল খায়, তার পরে আবার উল্টো দিক থেকে কোনো যানবাহন আসলে-রাস্তা সরু থাকায় বিপরীত মূখি গাড়ি গুলো সাইড দেওয়া যায় না।

স্থানীয়রা জানান, রাস্তার এই নাজেহাল অবস্থা থাকার কারনে নওপাড়া, পাক্কা ঘাট, ধলিয়া কোণা এবং দূর্গাপুরের উওর দিকের মানুষগুলোকে প্রতিনিয়তই দূর্ঘটনার সম্মুখীন হতে হয়।

স্থানীয়রা আরও বলেন, ডেলিভারী কোনো রোগীকে এই রাস্তা দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় তাহলে অনেকটাই জীবনের ঝুঁকি থাকে।

রাস্তাটা দ্রুত মেরামতের পাশাপাশি যেন আরো প্রশস্ত করা হয় এমনটা দাবী পথচারী ও এলাকাবাসীর।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow