জামায়াত ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে : রিজভী

Sep 28, 2025 - 22:44
 0  8
জামায়াত ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে : রিজভী
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর রূপ ও নাম পরিবর্তন মানুষ ভালোভাবে নেয় না। জামায়াতের নাম দেখে মনে হয় পৃথিবীর অন্য দেশেও তাদের শাখা আছে। এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

রোববার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি জামায়াতের নায়েবে আমিরের দেয়া ভারতের বিরুদ্ধে ৫০ লাখ লোক নিয়ে যুদ্ধের হুমকি প্রসঙ্গে রিজভী বলেন, ‘তাদের কথা ও কাজের মধ্যে মিল নেই। ক্ষমতার জন্য মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে তারা। এসব প্রতারণাপূর্ণ কথাবার্তা।’

তিনি বলেন, ‘আমাদের সম্প্রীতির শিকড় এত গভীরে যে, এটা সহজে উপড়ে ফেলা যায় না। বাইরে থেকে নানা ষড়যন্ত্র করা হলেও আমরা একযোগে কাজ করছি বলে তারা ব্যর্থ হচ্ছে।’

রিজভী বলেন, পূজা ঘিরে নানা ধরণের অপকর্ম করতে পারে ষড়যন্ত্রকারীরা। এ শঙ্কা থেকে ইতিমধ্যে জেলা জেলায় মিটিং করা হয়েছে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমাদের এক ইঞ্চি জমির ওপর কেউ নজর দিলে আমরা চোখ ফুটা করে দেবো। কোনোভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে না পারে, সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow