তারেক রহমানের কাছে প্রত্যাশা রাখলেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতি

Dec 26, 2025 - 12:31
 0  3
তারেক রহমানের কাছে প্রত্যাশা রাখলেন ‘আলো আসবেই’ গ্রুপের সদস্য জ্যোতি
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দীর্ঘদিনের নির্বাসিত জীবন শেষ করে তার দেশে ফেরায় উচ্ছ্বসিত দলটির নেতাকর্মীরা। তার আগমনকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নিজ নিজ প্রত্যাশ্যার কথা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা। আর তা থেকে বাদ যায়নি শোবিজ-ইন্ডাস্ট্রির তারকারাও।

এবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রত্যাশার কথা জানালেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ তারকা অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। যিনি বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগের আসামি এবং হোয়াটসঅ্যাপের ‘আলো আসবেই’ গ্রুপের একজন সক্রিয় সদস্য।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৯টায় তারেক রহমানের একটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে নিজের প্রত্যাশার কথা জানান জ্যোতিকা জ্যোতি। এ অভিনেত্রী লেখেন, ‘স্বদেশে স্বাগতম তারেক রহমান। প্রায় ১৮ বছর, সুদীর্ঘ সময়। এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনার উন্নয়নের বদলে যাওয়া বাংলাদেশে আপনাকে স্বাগতম। আপনাকে দেখেও মানুষ ভাবছে বদলে যাওয়া তারেক রহমান। আশা করি আপনিও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের স্বস্তি ও শান্তির জন্য কাজ করবেন।’

এছাড়া সবশেষ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে এ অভিনেত্রী লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকের দিনটি প্রকৃত অর্থেই বাংলাদেশের জন্য বড় হয়ে উঠুক।’

এর আগে বৃহস্পতিবার সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর বেলা পৌনে বারোটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

প্রসঙ্গত, তারেক রহমান দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরেছেন। তার এই দেশে ফেরা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনার তৈরি করেছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া―সব মাধ্যমেই আলোচনার বিষয়বস্তু এই প্রত্যাবর্তন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow