তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন : আমীর খসরু

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তিস্তায় পানি না থাকায় প্রতি বছর ১৫ লক্ষ মেট্রিক টন চাল কম হচ্ছে, ভেঙ্গে পড়ছে জীব বৈচিত্র। জীবন বাঁচাতে প্রতি বছর তিস্তা পাড়ের মানুষ বি়ভিন্ন স্থানে চলে যেতে বাধ্য হচ্ছে। তিস্তায় পানি আনতে বিএনপি অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবে।
জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন আয়োজিত কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নে থেতরাই বাজারের পাশে তিস্তা পাড়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, তিস্তা আমাদের জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক নদীগুলোর সব পক্ষগুলো বসে একটা সুষ্ঠ সমাধান করতে হবে।
আমাদের বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বান তিস্তা পাড়ের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এই তিস্তা বাংলাদেশের মানুষের জীবন মরণের প্রশ্ন। মানুষ পশু-পাখি জীববৈচিত্র তিস্তার পানির সাথে সম্পর্কিত।
তিস্তা পানি সমস্যার সমাধান আমাদেরকে করতেই হবে।
তিস্তার পানি প্রবাহ আনতেই হবে। আমাদের জীববৈচত্র বাঁচাতে হবে আমাদের খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
বাংলাদেশের চরিত্রগত বৈশিষ্ট আগে যা ছিল তা ফেরত এসেছে যে আমরা বিদেশীদের কাছে বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না। এ কথাটা প্রমাণ করার জন্য তিস্তার পাড়ে আজকের এ সমাবেশ। এ কারনে তিস্তা পাড়ের মানুষের পাশে দাড়িয়ে সংহতি প্রকাশ করে বলতে চাই বিএনপি আগেও সাধারণ মানুষের পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। এর মধ্য দিয়ে আমরা আর্ন্তজাতিক মহলে বলবো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বাংলাদেশের মানুষকে এ ভয়াল থাবা থেকে বাঁচাতে।
তিনি মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বাজার এলাকায় তিস্তার পাড়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচীতে এসব কথা বলেন।
এসময় অবস্থান কর্মসূচীতে কুড়িগ্রাম জেলা বিএনপি আহবায়ক মোস্তাফিজার রমহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, বিএনপি'র অন্যান্য নেতাকর্মীসহ তিস্তা পাড়ের শত শত মানুষজন অংশ গ্রহন করেন।
তিস্তা অববাহিকার কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার ১১টি পয়েন্টে একযোগে এ কর্মসূচী পালিত হচ্ছে। এর মধ্যে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িরহাট ও উলিপুর উপজেলা থেতরাই এলাকায় এ কর্মসূচী পালিত হচ্ছে।
What's Your Reaction?






