৭ মাসের সাজা থেকে বাঁচতে গিয়ে ১০ বছর

Feb 18, 2025 - 19:20
 0  40
৭ মাসের সাজা থেকে বাঁচতে গিয়ে ১০ বছর
ছবি : সংগৃহীত

মোঃ সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি

৭ মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়েছেন ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদার (৫২)।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে মুছাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কাওসার আহম্মেদ বলেন, ২০১৪ সালে বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি মাদক (গাঁজা) মামলায় মুছাকে সাত মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। মঙ্গলবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, ১০ বছর পলাতক থাকার পর আসামি বাদল বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow