পাবনায় কেক কেটে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

Aug 13, 2025 - 14:09
 0  3
পাবনায় কেক কেটে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন
ছবি : সংগৃহীত

আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা

পাবনায় শুভেচ্ছা বিনিময় আর কেক কেটে উদযাপন করা হলো পাঠকপ্রিয় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উৎসব। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পাবনা প্রেসক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে ও করতোয়ার পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় পর্বে বক্তব্য দেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ছিফাত রহমান সনম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, করতোয়ার ফরিদপুর উপজেলা প্রতিনিধি মির্জা বাসিত, ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি বিকাশ কুমার চন্দ্র চন্দ, সুজানগর উপজেলা প্রতিনিধি শেখ তৌফিক হাসান প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান খান বিপ্লব, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পী, যমুনা টাইমস পাবনা জেলা প্রতিনিধি ও কার্যকরী সদস্য আরিফ আহমেদ সিদ্দিকী, আমাদের সময় প্রতিনিধি সুশান্ত কুমার সরকার, কালের কণ্ঠ প্রতিনিধি প্রবীর সাহা, ঢাকা পোস্ট প্রতিনিধি রাকিব হাসনাত, আনন্দ টিভির প্রতিনিধির সেলিম মোর্শেদ রানা, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন মাসুদ রানা, সময় টিভির ক্যামেরাপার্সন জুয়েল আসিফ প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বলেন, করতোয়া দেশের মাটি ও মানুষের পত্রিকা। তৃণমুলের সাধারণ মানুষ এখনও করতোয়া পত্রিকা পড়েন এবং ভালবাসেন। যে কারণে এখনও স্বমহিমায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে করতোয়া। পত্রিকাটির আবেদন সর্বমহলে প্রশংসিত। সাংবাদিকতার মানদণ্ড মেনে পত্রিকাটি টিকে আছে। অনেকেই করতোয়া পত্রিকা নিয়ে পুরোনো দিনের কথা স্মৃতিচারণ করেন। বলেন, আগে পাবনা শহরে করতোয়া পত্রিকা আসতো না। শহরের অদূরে টেবুনিয়ায় পত্রিকাটি আসতো। তখন অনেকেই পাবনা শহর থেকে গাড়ি ভাড়া করে সেখানে গিয়ে করতোয়া পত্রিকা পড়েছেন। সেই করতোয়া আজ ৫০ বছর বয়সে পা রাখলো, যা পত্রিকার ইতিহাসে একটি মাইলফলক। আগামীতে পত্রিকাটি তার সততা, বস্তুনিষ্ঠতা বজায় রেখে এগিয়ে যাবে, পাঠকের ভালবাসায় সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। সেইসঙ্গে তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সহ পত্রিকার সাথে জড়িক সকলের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে অতিথি সাংবাদিক সবাই মিলে কেক কেটে কেটে করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow