পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’ ধার দিতে বললেন কিম জং উন

Sep 27, 2025 - 18:32
 0  9
পারমাণবিক ‘ঢাল-তলোয়ারে’ ধার দিতে বললেন কিম জং উন
ছবি : সংগৃহীত

রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ‘পারমাণবিক ঢাল-তলোয়ার আরও শক্তিশালী করতে’ সব সম্পদকে দেশের পারমাণবিক কর্মসূচিতে কাজে লাগাতে নির্দেশনা দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন।

শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে, শুক্রবার উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র গবেষণা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও বিজ্ঞানীদের সঙ্গে সাক্ষাৎ করেন কিম জং উন। তিনি বলেন, পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করাই এখন দেশের জন্য ‘মৌলিক সর্বোচ্চ অগ্রাধিকারের’ বিষয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিম জং উন বলেছেন, আমাদের অবশ্যই পারমাণবিক ঢাল-তলোয়ারকে ক্রমাগত শক্তিশালী ও নবায়ন করতে হবে, যা দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, স্বার্থ ও উন্নয়নের অধিকার নির্ভরযোগ্যভাবে নিশ্চিত করতে পারবে।’

উত্তর কোরিয়া কয়েক দশক ধরে একটি পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যার মধ্যে গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অভিযানও রয়েছে। এগুলোর কারণে তারা বছরে ২০টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র বানাতে পারছে বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্প্রতি বলেছেন।

কয়েক দিন আগে সিউল জানিয়েছিল, পিয়ংইয়ংয়ের কাছে প্রায় ২ হাজার কেজি (২ টন) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিউলের এই মন্তব্যের পর দেশের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন কিম জং উন।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ বিষয়ক মন্ত্রী চুং ডং-ইয়ং বলেন, মাত্র ১০ থেকে ১২ কেজি (২২-২৬ পাউন্ড) সমৃদ্ধ ইউরেনিয়াম একটি পারমাণবিক বোমা তৈরি করার জন্য যথেষ্ট। তিনি বলেন, এমনকি এই মুহূর্তেও উত্তর কোরিয়ার চারটি স্থানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ চালু রয়েছে এবং সম্ভবত পারমাণবিক উপাদান জমা করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow