পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক

Jul 13, 2025 - 01:07
 0  3
পায়ুপথে ২ হাজার পিস ইয়াবা নিয়ে বিএনপি নেতা আটক
ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ থেকে পায়ুপথে মাদক পাচারকালে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিএনপি নেতা নুর মোহাম্মদ বিজিবির হাতে আটক হয়েছেন।

শনিবার (১২ জুলাই) মেরিন ড্রাইভের উখিয়ার ইমামের ডেইলে অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন।

আটক নূর মোহাম্মদ (৪৯) টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার মো. ইউছুফ আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম বলেন, মেরিন ড্রাইভ দিয়ে মাদক পাচার হচ্ছে সংবাদ পেয়ে শনিবার সকালের তল্লাশি শুরু করে বিজিবি। এক পর্যায়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের কাছে এলে বিজিবির সদস্যরা থামান। এসময় আরোহী নূর মোহাম্মদকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুর মোহাম্মদ তার পায়ুপথে ইয়াবা রয়েছে বলে জানায়।

পরে তার পায়ুপথ থেকে দুটি কালো রঙ্গের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়। সেখান থেকে বের করা ইয়াবা গুনে দুই হাজার পিস পাওয়া যায়। নুর মোহাম্মদ আরও স্বীকার করেছে, উক্ত ইয়াবা টেকনাফ থেকে কিনে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল জসিম আরও বলেন, এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ঘটনায় টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে নূর মোহাম্মদকে মৌখিক ভাবে ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তিনি দায়িত্বপালন করে আসছিলেন। শনিবার তিনি মাদকসহ আটক হয়েছে শুনে তাকে বহিষ্কার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow