পিএসএলের সেরা একাদশ ঘোষণা, দলে জায়গা পেলেন যারা

২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হয়েছে লাহোর কালান্দার্সের শিরোপা জয়ের মাধ্যমে। রোমাঞ্চকর ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় লাহোর। এই জয়ের মধ্য দিয়ে চার বছরে তৃতীয়বারের মতো শিরোপা জিতল শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।
টুর্নামেন্ট শেষে ধারাভাষ্যকারদের বাছাইয়ে ঘোষণা করা হয়েছে এবারের ‘টিম অব দ্য টুর্নামেন্ট’, যেখানে জায়গা পেয়েছেন ৬টি দলের ১২ জন ক্রিকেটার।
চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স থেকে দলে আছেন তিনজন। অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি, ওপেনার ফখর জামান এবং অলরাউন্ডার সিকান্দার রাজা। ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করে দলকে শিরোপা জেতানো এই তিন ক্রিকেটারের উপস্থিতি ছিল প্রত্যাশিত।
রানার্সআপ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স থেকেও তিনজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন সেরা একাদশে। তারা হলেন- উদীয়মান ব্যাটার হাসান নওয়াজ, অভিজ্ঞ অলরাউন্ডার ফাহিম আশরাফ এবং স্পিনার আবরার আহমেদ।
তবে সবচেয়ে চমক জাগানো বিষয় হলো, ফাইনালিস্ট না হয়েও করাচি কিংসের সবচেয়ে বেশি চার ক্রিকেটার জায়গা পেয়েছেন একাদশে। তারা হলেন- অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার, ইংলিশ ওপেনার জেমস ভিন্স, অভিজ্ঞ পেসার হাসান আলি এবং অলরাউন্ডার খুশদিল শাহ, যিনি দ্বাদশ খেলোয়াড় হিসেবে স্কোয়াডে আছেন।
ইসলামাবাদ ইউনাইটেড থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে উইকেটকিপার শাহিবজাদা ফারহান নির্বাচিত হয়েছেন সেরা দলে। এ ছাড়া পেশোয়ার জালমি থেকে উদীয়মান পেসার আলি রাজা জায়গা পেয়েছেন ‘ইমার্জিং ক্যাটাগরি’ থেকে।
টুর্নামেন্টজুড়ে উত্তেজনায় ভরপুর ম্যাচ, চমকপ্রদ পারফরম্যান্স ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মধ্য দিয়ে সম্পন্ন হলো ২০২৫ পিএসএল। এবার নজর থাকবে এই তারকাদের আন্তর্জাতিক অঙ্গনে পারফরম্যান্সের দিকে।
পিএসএল টিম অব দ্য টুর্নামেন্ট
ফখর জামান, শাহিবজাদা ফারহান (উইকেটকিপার), ডেভিড ওয়ার্নার, জেমস ভিন্স, হাসান নওয়াজ, সিকান্দার রাজা, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হাসান আলি, আলি রাজা, আবরার আহমেদ, খুশদিল শাহ (দ্বাদশ খেলোয়াড়)।
What's Your Reaction?






