নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের
নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে শুভসূচনা করলো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়ে নেপালকে মাত্র ৫২ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা। জবাবে ১৩ ওভার ২ বলে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।
মালয়েশিয়ার বাঙ্গি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে মোটেও সুবিধা করতে পারেনি নেপালের মেয়েরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ ওভার দুই বল ব্যাটিং করে; মাত্র ৫২ রানে অলআউট হয় নেপাল। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন ওপেনার সানা পারভিন।
দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেন সীমানা কেসি। ৪ ওভারে ১১ রানে ২ উইকেট নেন জান্নাতুল মাওয়া। সহজ টার্গেট তাড়া করতে নেমে দ্রুতই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। তবে সাদিয়ার ১৬ আর অধিনায়ক সুমাইয়ার ১২ রানে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।
বাংলাদেশের মেয়েদের পরবর্তী ম্যাচ সোমবার। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার (২২ জানুয়ারি) স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
What's Your Reaction?