ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা

Jan 18, 2025 - 13:09
 0  1
ইরানের সুপ্রিম কোর্টে ২ বিচারপতিকে গুলি করে হত্যা
ছবি : সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে সুপ্রিম কোর্টে ২ বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। হামলার পর আত্মহত্যা করে আততায়ী। এ খবর নিশ্চিত করেছে দেশটির বিচারবিভাগীয় গণমাধ্যম ‘মিজান’।

এছাড়া ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ভয়েস অব আমেরিকা জানায়, দুইজন নিহতের পাশাপাশি হামলায় আহত হয়েছেন আরও একজন। হত্যার শিকার বিচারকরা হলেন, আলি রাজিনি এবং মোহাম্মদ মোঘিশে। তারা দু’জনই সন্ত্রাসবাদ, অপরাধ ও জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করতেন।

তাৎক্ষনিকভাবে ঘটনার কারণ জানা না গেলেও সেদেশের গণমাধ্যম বলছে, আততায়ী সুপ্রিম কোর্টের কোনো মামলায় সম্পৃক্ত ছিল না। ঘটনার তদন্তে কাজ করছে প্রশাসন।

২০১৯ সালে নিহত বিচারক মোহাম্মদ মোঘিশের ওপর নিষেধজ্ঞা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। সেসময় এই বিচারকের বিরুদ্ধে নানা রকম অনিয়মের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র। কিন্তু এসব অভিযোগ অস্বীকার করে ইরান।

এদিকে আরেক বিচারক আলি রাজিনি ১৯৯৮ সালেও একবার আততায়ীদের গুপ্তহত্যার নিশানা হয়েছিলেন। তার গাড়িতে চুম্বকীয় বোমা লুকিয়ে রাখা হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow