ফরিদপুরের বহুরুপী প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার

Mar 6, 2025 - 20:49
 0  3
ফরিদপুরের বহুরুপী প্রতারক সিকদার লিটন গ্রেপ্তার
সিকদার লিটন।

সিকদার লিটন (৪৫) নামে এক সুকৌশলী বহুরুপী প্রতারককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিকদার লিটন আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের আজিমপুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা মহানগরের ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন বলেন, লিটন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে সম্মানী ব্যক্তিদের জিম্মি ও ফেসবুকে দুর্নাম ছড়িয়ে টাকা হাতিয়ে নিতেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা বলেন, লিটনকে আলফাডাঙ্গা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আলফাডাঙ্গা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, অসংখ্য মামলার আসামি লিটন। তার নামে আলফাডাঙ্গা থানায় একটি রাজনৈতিক, তিনটি চাঁদাবাজি, দুটি মারামারির মামলা রয়েছে। এছাড়া লিটনের বিরুদ্ধে চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। 

তিনি আরও বলেন, লিটনকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow