মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

Jul 15, 2025 - 16:15
 0  3
মিটফোর্ডে সোহাগ হত্যার আসামি নান্নু নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় নারায়ণগঞ্জের বন্দর থেকে মো. নান্নু নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। নান্নু এ হত্যা মামলার ৬ নম্বর আসামি। 

মঙ্গলবার (১৫ জুলাই) র‌্যাব সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

নৃশংসভাবে হত্যার এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যার আগে সোহাগকে ডেকে নিয়ে পিটিয়ে এবং ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেওয়া হয়। একপর্যায়ে তাকে বিবস্ত্র করা হয়। তার শরীরের ওপর উঠে লাফান কেউ কেউ।

সোহাগ পুরোনো তামার তার ও অ্যালুমিনিয়াম শিটসহ ভাঙারি জিনিসের ব্যবসা করতেন।

পারিবারিক সূত্র জানায়, সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি বরগুনা সদরে। তার ১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ে। 
 
এ ঘটনায় নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম (৪২) বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫-২০ জনকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow