বিএনপির জন্য করুণা হয় : মুফতি ফয়জুল করীম

Aug 13, 2025 - 13:36
 0  6
বিএনপির জন্য করুণা হয় : মুফতি ফয়জুল করীম
ছবি : সংগৃহীত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘বিএনপির জন্য করুণা হয়! যাদের উপর চোখ ওঠাও, যাদের তোমরা নিন্দা করছো। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্নও দেখতো না, যদি তারা আন্দোলন না করতো। আজকে তোমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুযোগও পেত না, যদি তারা না থাকতো।’

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের শোলাকিয়া আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিশাল  গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণসমাবেশটি প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার ও সংখ্যানুপাতিক (পি.আর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি আরও বলে, আজকে খোলা আকাশের নিচে মাঠে রাজনীতি করার সুযোগ তোমরা পেতা না, যদি তারা জীবনের মায়া ত্যাগ করে আন্দোলনে না নামতো।

মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনে সবাইকে পরীক্ষা করে দেখেছেন- আওয়ামী লীগ ফেল, বিএনপি ফেল, জাতীয় পার্টিও ফেল। একবার হাতপাখাকে পরীক্ষা করে দেখুন; যদি আমরা ফেল করি, কোনো দিন ভোট চাইতে আসব না।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি.এম রুহুল আমীন, কিশোরগঞ্জ জেলা দীনি সংগঠন মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি ছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে গণসমাবেশ সফল করতে দুপুর থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলনের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে গণসমাবেশে মিলিত হয়।

পরিশেষে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow