সিরাজদিখানে মাদক সেবনে নিষেধ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Aug 6, 2025 - 07:15
 0  2
সিরাজদিখানে মাদক সেবনে নিষেধ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনে নিষেধ করায় মো. হাবিবুর রহমান নামের এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর গ্রামের ব্যাংক এশিয়া সংলগ্ন মা আমিরান হাসপাতালের গলিতে এ ঘটনা ঘট।

এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামের নেকবর আলীর ছেলে শেখ সাদি (৩০) কে প্রধান অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট সন্ধ্যায় সাংবাদিক হাবিবুর রহমান তার বাসায় ফেরার পথে মা আমিরান হাসপাতালের গলিতে শেখ সাদিকে প্রকাশ্যে মাদক সেবন করতে দেখেন। এ সময় তিনি বিষয়টি নিষেধ করলে শেখ সাদি সেখান থেকে সরে যায়।

পরদিন ৩ আগস্ট সাদি ফোন করে হাবিবুর রহমানকে একই স্থানে যেতে বলে। সেখানে গেলে অজ্ঞাত আরও তিন-চারজনকে সঙ্গে নিয়ে হাবিবুর রহমানকে হুমকি ও মারধরের চেষ্টা করে সাদি। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত সাদি তার দলবল নিয়ে হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় এক দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, হাসপাতালের এই গলিতে নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। কেউ কিছু বললেই হুমকি-ধামকি দেওয়া হয়। প্রশাসনিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow