নগরকান্দায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা হল রুমে
পারফরমেন্স বেজড গ্রান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন (পিবিজিসআই) স্কিমের আওতায় নগরকান্দা উপজেলার মাধ্যমিক, দাখিল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।
বক্তব্য রাখেন সরকারী নগরকান্দা কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার এরা গোস্বামী, বিএনপির সাবেক উপজেলা সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুল নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, শিক্ষক নজরুল ইসলাম খান, সুচনা হালদার প্রমুখ।
What's Your Reaction?






