দেশের জনগণ গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায় : সালউদ্দিন টুকু

Jul 29, 2025 - 12:24
 0  7
দেশের জনগণ গণতন্ত্র চায়, ভোটের অধিকার চায় : সালউদ্দিন টুকু
ছবি সংগৃহীত

সাভার প্রতিনিধি

বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক দেশ চায়, ভোটের অধিকার চায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু।

সোমবার বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় আগামী (৩০ জুলাই), জুলাই আগষ্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের স্বরণে জুলাই গণঅভ্যুত্থানের অংশীজন ছাত্র শ্রমিক জনতার সম্মানে স্বরণসভা প্রোগ্রামের মঞ্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু বলেন, আগামী দিনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের মানুষ সরকার চায়।

তিনি আরও বলেন, জুলাই আগষ্টে যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে, তাই সকল শহীদদের স্বরণে এই স্বরণসভার আয়োজন করেছে ঢাকা জেলা বিএনপি এই প্রোগামটি গণতান্ত্রিক মানুষের জন্য তাই এই প্রোগামে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

স্বরণসভায় আশুলিয়ায় জুলাই আগষ্টে নিহত ও আহতদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য শুনবেন তারেক রহমান। দীর্ঘ ১৬ বছরের বেশী সময়ের পরে সাভারের আশুলিয়ায় এই অনুষ্ঠানে ওই দিন বক্তব্য প্রদান করবেন তারেক রহমান। তাই মঞ্চ সাজানোসহ সব কাজ দ্রুত গতিতে করা হচ্ছে।

অনুষ্ঠানে জুলাই আগষ্টের আন্দোলনে পুলিশের নির্মমতায় গুলিসহ আন্দোলন দমনের বিভিন্ন প্রদর্শনী তুলে ধরা হবে।

এসময় মঞ্চ পরিদর্শনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেন, প্রোগ্রাম সফল করার জন্য নানা উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন এনিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে ভুমিকা রাখবে বলে মনে করেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow