বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির

Dec 24, 2025 - 17:06
 0  4
বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় এককভাবে নির্বাচনের ঘোষণা এলডিপির
ছবি : সংগৃহীত

বিএনপির সঙ্গে সমঝোতা না হওয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এলডিপির সভাপতি অলি আহমদ বলেন, বিএনপি নেতাদের কাছে আমি শর্টলিস্ট দিয়েছিলাম। আমরা ১২-১৪টি আসন দিতে হবে বলছি না, অন্তত ৮-৯টি আসন দিলে আমাদের দলটা টিকে যেত। কিন্তু মাত্র একটা আসন দিয়েছে।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যখন বিএনপির বিপদের দিন ছিল, তখন সবাই আমার বাসায় দৌড়ে আসত। সবাই টেলিফোনে করত। কিন্তু এখন কোনো বিএনপি নেতার সঙ্গে আমার টেলিফোনে কথা হয়নি। সামনাসামনি হয়তো অনেকের সঙ্গে কথা হয়েছে।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, বিএনপি এমন অবমূল্যায়ন করবে কল্পনাও করিনি। এমন পরিস্থিতিতে গতকাল (২৩ ডিসেম্বর) আমাদের প্রেসিডিয়াম সদস্যদের নিয়ে চার ঘণ্টার আলোচনা হয়েছে। আলোচনা শেষে দলের মহাসচিব রেদোয়ান আহমেদ প্রস্তাব রাখেন এলডিপি এককভাবে নির্বাচন করবে। কোনো জোটের সঙ্গে থাকবে না। তখন সবাই একমত হয়ে দস্তখত করেছেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের যেসব প্রার্থী নির্বাচন করতে ইচ্ছুক, তারা প্রস্তুতি গ্রহণ করবেন। এলডিপি এককভাবে মাঠে থেকে নির্বাচন করবে।

এদিকে, এলডিপি থেকে দলটির মহাসচিব রেদোয়ান আহমেদ পদত্যাগ করে আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে অংশ নেবেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow