বিএনপি নেতা কায়কোবাদকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

Aug 11, 2025 - 23:22
 0  4
বিএনপি নেতা কায়কোবাদকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জনপ্রিয় জননেতা ৫ বারের সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে জড়িয়ে গুটি কয়েক এনসিপির বিতর্কিত নেতার কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উপজেলার কোম্পানিগঞ্জ ও ভাঙ্গরা থানায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনন্দিত নেতা কায়কোবাদকে জড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেছে মুরাদনগর সোমবার (১১ আগস্ট) দুপুর তিনটায় উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে শ্রমিক ইউনিয়ন এবং বিকাল ৫ টায় বাঙ্গরা বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল করেন তারা।

দূপুরে কোম্পানিগঞ্জ বাজারের যাত্রী ছাউনি থেকে মিছিল শুরু করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা। বিকেলে বাঙ্গরা বাজারের বিএনপির অফিস থেকে শুরু করে বাঙ্গরা থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মিছিল শেষে মুরাদনগর উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এসময় এনসিপি নেতা মিনহাজ, কবির ও আলমগীরের উদ্দেশ্যে প্রতিক্রিয়া ব্যাক্ত করে তাদেরকে হুশিয়ারি দেন। আগামী ৭২ ঘন্টার মধ্যে তাদের কুরুচিপূর্ণ বক্তব্যের কারনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং বক্তব্য উহ্য করার জন্য নির্দেশ দেন। না হয় এদের বিরুদ্ধে উপজেলার মানুষজন ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন ভুইয়া বলেন, আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ১৯৮৬ সনে প্রথমবারের মত মুরাদনগর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর থেকে মুরাদনগরের জনগনের উন্নয়নের জন্য নিবেদিত প্রাণ হিসবে কাজ করেন। যেই উপজেলায় কিছুই ছিল না, সেই উপজেলাকে তিনি রাস্তাঘাট, স্কুল-কলেজ নির্মাণ ও সরকারি অফিস আদালতের মাধ্যমে পূর্ণতা দেন। সেই সাথে উপজেলার সকল শ্রেণির নাগরিকদের জন্য প্রতিনিয়ত কাজ করে গেছেন। যেকারনে তাঁর জনপ্রিয়তা মুরাদনগরে আকাশচুম্বী। কায়কোবাদের এই জনপ্রিয়তা বিপদ হয়ে দাঁড়িয়েছে। ইউসুফ আব্দুল্লাহ হারুন থেকে শুরু করে সকল বিরোধী নেতারা তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। ব্রিকফিল্ডে পুড়িয়ে মেরে ফেলার পরিকল্পনা করেছে। কোন ষড়যন্ত্রই সফল হয়নি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও হবে না। আমরা দেখতে পাচ্ছি, বর্তমানে উপদেষ্টা আসিফ মাহমুদের কাধে ভর করে কিছু দূর্নীতিবাজ কুলাঙ্গার আমাদের মজলুম জননেতা  কায়কোবাদ দাদার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে বলতে চাই, আপনাদের অপকর্ম আমাদের জানা আছে। কায়কোবাদের পায়ে ধরেও অপকর্মের জন্য ক্ষমা না পেয়ে এখন মিথ্যাচার করছেন। সময় থাকতে সাবধান হয়ে যান। না হয় এই মুরাদনগরের জনগণ এর দাঁত ভাঙ্গা জবাব দিবে। 

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও কোম্পানিগঞ্জ বাজারের শ্রমিক ইউনিয়নের আহবায়ক হাজী ইদ্রিস মিয়া বলেন, গত কিছুদিন ধরে কিছু কুলাঙ্গাররা কায়কোবাদ দাদাকে নিয়ে ফেসবুকে মিথ্যাচার করছে। তারাই কিছুদিন আগে দূর্নীতি ঢাকতে দাদার পায়ে ধরে মাপ চাইতে আসছিল। কিন্ত কায়কোবাদ কখনো দূর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাই তারা উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে কায়কোবাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের অতীত ইতিহাস আমাদের জানা আছে। গরুর দালালি করে অভ্যস্ত মানুষ যখন রাজনীতি করতে চায় তখন দূর্নীতি ছাড়া আর কিছু বুঝে না। তাদের অত্যাচারে কোম্পানিগঞ্জ বাজারের গরু বাজার বন্ধ হয়ে যেতে বাধ্য হয়। আমি আপনাদেরকে ৭২ ঘন্টা সময় দিলাম। এর মধ্যে প্রকাশে মুরাদনগরসহ সারাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের বক্তব্য উহ্য করতে হবে। না হয় আমি কোম্পানিগঞ্জ বাজার থেকে আন্দোলন ডাক দিব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow