বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীনগরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা

Jan 2, 2026 - 16:14
 0  3
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শ্রীনগরে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা
ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার বাইপাস বাগানবাড়িতে এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম পার্থ, পাটাভোগ ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি শেখ মুজিবর রহমান, জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দীয় সদস্য এডভোকেট নীল কমল দাস মৃধা, শেখর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেবব্রত সরকার টুটুল, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদিখান পূজা উদযাপন পরিষদ এর সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ দাস, শ্রীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি উত্তম ঘোষসহ বিভিন্ন স্তরের সনাতনী ধর্মাবলম্বী নেতাকর্মীরা।

প্রথমে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শ্রীনগর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আজম খান ও পবিত্র গীতা পাঠ করেন বাবু রাধেশ্যাম দাস। এ সময় শোক বইয়ে সাক্ষর করেন প্রধান অতিথি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow