মালিতে স্বর্ণের খনিতে ধস, নিহত ৪৮

মালির পশ্চিমাঞ্চলে অবৈধভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
পুলিশের এক সূত্রের বরাত দিয়ে আজ রবিবার বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিতে ধস নামে। সেখানে ৪৮ জন মারা গেছেন। পানিতে পড়ে কারো কারো মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারীও আছেন। ওই নারীর পিঠে তার ছোট্ট শিশুটিও বাঁধা ছিল।
সেখানে এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।
এএফপির তথ্যানুসারে, মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও, অবৈধ খনি কার্যক্রমের কারণে প্রায়ই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির সরকার এই অনিয়ন্ত্রিত খনি কার্যক্রম নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে, বিশেষ করে যখন এটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি।
সূত্র এএফপিকে জানিয়েছে, শনিবারের দুর্ঘটনাটি পূর্বে একটি চীনা কোম্পানি দ্বারা পরিচালিত একটি পরিত্যক্ত স্থানে ঘটেছে। এর আগে জানুয়ারিতে মালির দক্ষিণাঞ্চলের একটি স্বর্ণখনিতে ভূমিধসে অন্তত ১০ জন নিহত এবং আরো অনেকে নিখোঁজ হয়।
প্রায় এক বছর আগে একটি স্বর্ণখনির সুড়ঙ্গ ধসে পড়ে এবং তাতে ৭০ জনের বেশি মানুষ প্রাণ হারায়।
What's Your Reaction?






