মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

Apr 24, 2025 - 22:23
 0  2
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
ছবি : সংগৃহীত

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার ঝালকাঠি জেলা সভাপতি আশিকুর রহমান সাগর। সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট আককাস সিকদার, দৈনিক দুরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, এনসিপির জেলা সংগঠক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান শাহিন, সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরও অনেকে।

এছাড়া নলছিটি, রাজাপুর ও কাঠালিয়ার উপজেলার কর্মরত সাংবাদিকরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্যাতিত ও আপসহীন সাংবাদিক, যিনি ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় বরাবরই সক্রিয়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ষড়যন্ত্রমূলক। তারা বলেন, বিগত সরকারের সময়ে দেশের একটি বড় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার কোটি টাকা বিদেশে পাচার করলেও বিষয়টি আড়ালে ছিল। তবে সরকার পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির খবর প্রকাশিত হলে সংশ্লিষ্ট গোষ্ঠী আতঙ্কিত হয়ে উঠে এবং সাংবাদিকদের হয়রানির চেষ্টা শুরু করে।

বক্তারা মামলাটি অবিলম্বে প্রত্যাহার এবং মাহমুদুর রহমানসহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow