হঠাৎ করেই ঝালকাঠির প্রোগ্রাম বাতিল করলো নাহিদ ইসলাম

সাজ্জাত বিশ্বাস, ঝালকাঠি প্রতিনিধি
জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়ে আজ পটুয়াখালীতে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর পর তার ঝালকাঠিতে প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু নাহিদ ইসলাম তার এ সফর বাতিল করেছেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন।
সূত্রে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ঝালকাঠির প্রোগ্রাম বাতিল করেছেন। শহীদ সেলিম তালুকদারের মেয়েকে দেখতে ঝালকাঠি আসার কথা ছিল। নিরাপত্তাজনিত কারণে তিনি শেষ সময়ে প্রোগ্রাম বাতিল করেছেন।
এদিকে প্রোগ্রাম বাতিলকে কেন্দ্র করে ঝালকাঠীর মানুষের মনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এর আগে জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘ধর্ষণকারীদের আইনের আওতায় আনতে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে। প্রশাসন যদি আসামিদের বিচারের কাঠগড়ায় আনতে ব্যর্থ হয়, তাহলে জাতীয় নাগরিক পার্টি রাজপথে অবস্থান নেবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বিচারকাজ দেখতে চাই এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার চাই।
What's Your Reaction?






