বরিশাল শেবাচিম হাসপাতালে দালালকে ধরে পুলিশে দিল স্বজনরা

Mar 21, 2025 - 17:56
 0  9
বরিশাল শেবাচিম হাসপাতালে দালালকে ধরে পুলিশে দিল স্বজনরা
ছবি : সংগৃহীত

বরিশাল প্রতিনিধি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডায়াগনস্টিক সেন্টারের দালাল মুক্ত চায় রোগী ও স্বজনরা।

বুধবার (১৯ মার্চ) দুপুর ২ টার দিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা হারুন নামের হেলথ এইড মেডিকেল সার্ভিসের এক দালালকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে রোগীর স্বজনরা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন মুরাদ হোসেন বলেন, বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার বৃদ্ধ দাদাকে চিকিৎসা করানো জন্য নিয়ে আসেন। ইমার্জেন্সী গেটে আসলেই দালালদের খপ্পরে পড়ে যান।

তিনি বলেন, ইমার্জেন্সী গেটের টিকিট কেটে ভর্তি করা শুরু থেকে ও মেডিসিন বিভাগে বেড দেওয়া কথা বলেন। এদিকে মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক কয়েকটি পরিক্ষা দিয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই করার জন্য বলেন।

কিন্তু হেলথ এইড মেডিকেল সার্ভিসের দালান হারুন তাকে বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টেস্ট পরিক্ষা করালে একদিন পড়ে পাবেন। এধরণের কথাবার্তা শুনে আমার সন্দেহ হলে আমি তাকে প্রশ্ন করি যে আপনি এতক্ষণ ধরে আমাদের সহযোগিতা করলেন কেনো? উত্তরে রোগীর দালাল হারুন বলে আমি হেলথ্ এইড মেডিকেল সার্ভিসের লোক, আপনাদেরকে কম খরচে এই ল্যাব থেকে টেস্ট গুলো করিয়ে দেবো।

তিনি আরও বলেন, আমি বাহিরে টেস্ট পরিক্ষা করাতে অস্বীকার করলে আমাদের সাথে খারাপ আচরণ করে হারুন। পরে আমরা তাকে মেডিকেলের ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় আটক করে কোতয়ালী মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করি।

এবিষয় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল হারুন নামে এক যুবককে রোগীর স্বজনরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কিন্তু তার বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি। আমরা তাকে আইনগত ব্যবস্থাগ্রহণ করে কোর্টে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow