রামুর ঈদগড়ে আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান আটক

আরিয়ান খান, কক্সবাজার
কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের চরপাড়া ৩নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্মী চাঁদাবাজ মিজানুর রহমানকে আটক করেছে ঈদগড় ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার ঈদগড় থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের কর্মী হিসেবে বিএনপি জামাতের বিরুদ্ধে মিথ্যে মামলা-হামলা নিজেদের অফিস পুড়িয়ে বিএনপি জামাতকে মামলায় ফাঁসানো সাথে জড়িত মিজান। ক্ষমতা দেখিয়ে অস্ত্র, ইয়াবা, মানব পাচার, চাঁদাবাজি এবং অবৈধ গরু মায়ানমারের সুপারিসহ সবকিছুর গডফাদার আওয়ামী লীগ কর্মী মিজানুর রহমান।
এ বিষয়ে কক্সবাজার রামুর সাবেক ৩ আসনের বিএনপি'র লুৎফর রহমান কাজল বলেন, মিজানুর রহমান আওয়ামী লীগ আমলেও চাঁদাবাজি করতেন এখনো তার চাঁদাবাজি থেমে নেই।
বিগত কয়েক সপ্তাহ আগে তার বিরুদ্ধে তিন হাজার টাকা চাঁদা নেওয়ার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রামু থানা পুলিশের নজরে আসছেন এবং ৫ আগস্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঈদগড় পুলিশ ফাঁড়ির এসআই মনির।
What's Your Reaction?






