রিলিজ হলো কণ্ঠশিল্পী আলো সাহা আল্পনার ‘মন তবু তোমাকে চায়’

Sep 29, 2025 - 21:00
 0  9
রিলিজ হলো কণ্ঠশিল্পী আলো সাহা আল্পনার ‘মন তবু তোমাকে চায়’
ছবি : সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনে মুক্তি পেল কুমিল্লার তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী আলো সাহা আল্পনার গাওয়া গানের মিউজিক ভিডিও ‘মন তবু তোমাকে চায়’।

গানটির মোড়ক উন্মোচন উপলক্ষে শনিবার রাতে কুমিল্লা নগরীর একটি হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছিল আলো সাহা আল্পনার নিজের ব্যান্ড এ অ্যান্ড এফের মিউজিক পারফরম্যান্স, প্রদীপ প্রজ্বলন, নৃত্য, কেক কাটা পর্বসহ বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। এ ছাড়া ঢাকা থেকে আগত ড্যান্স গ্রুপের পরিবেশনা।

এ বিষয়ে শিল্পী আলো সাহা আল্পনা বলেন, “আমি বেশ আনন্দিত। দীর্ঘ প্রতীক্ষার পর আমার গাওয়া মৌলিক গান ‘মন তবু তোমাকে চায়’-এর রিলিজ হয়েছে। একই ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যে আমার গাওয়া আরও তিনটি গান রিলিজ হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow