প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া, বললেন বহু বছর ধরেই একসঙ্গে আছি

Aug 11, 2025 - 17:28
 0  4
প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া, বললেন বহু বছর ধরেই একসঙ্গে আছি
ছবি : সংগৃহীত

বড় পর্দা, পুরস্কার, সামাজিক বার্তা—সবকিছুতেই তিনি অনায়াসে কথা বলেন। কিন্তু নিজের ভালোবাসার গল্প? সেটি যেন ছিল একেবারেই আড়ালের খাতা। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার সেই নীরবতা ভাঙলেন নিজেই। জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

অনুরাগীদের প্রশ্ন—জয়া কি তাহলে বাকি জীবনটা একাই কাটিয়ে দেবেন? এতদিন বিষয়টি নিয়ে রাখঢাক রাখলেও এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন। জানালেন, সম্পর্কে আছেন তিনি। অনেক দিন ধরে আছেন একসঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য দেন জয়া। 

অনেক দিন ধরে কি কারও সঙ্গে সম্পর্কে আছেন? এরকম প্রশ্নের জবাবে জয়ার বলেন, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। তবে তিনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন।’ 

অভিনেত্রী বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর...। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিশেষ মানুষকে বিয়ে করবেন কি না—এমন প্রশ্নের উত্তরে জয়া বলেন, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

টলিউডে মুক্তি পেয়েছে জয়ার জোড়া ছবি ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমা দুটির প্রচারণায় ঘাম ঝড়াচ্ছেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow