রোমাঞ্চকর জয় খালেদা জিয়াকে উৎসর্গ করল সিলেট

Jan 1, 2026 - 18:12
 0  4
রোমাঞ্চকর জয় খালেদা জিয়াকে উৎসর্গ করল সিলেট
ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিজেদের রোমাঞ্চকর জয়টি উৎসর্গ করেছে সিলেট টাইটান্স।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৬ রানে হারিয়ে মাঠ ছাড়ে সিলেট টাইটান্স। ম্যাচ শেষে দেয়া বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়,‘সিলেট টাইটান্স ঢাকার বিপক্ষে তাদের স্মরণীয় জয়টি উৎসর্গ করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, যিনি ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন। এই উৎসর্গকে সম্মান ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছি আমরা।’

ঢাকার বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিলেট। সূচি অনুযায়ী, আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow